
৫ দিনে দুই বিয়ে করে ইঞ্জিনিয়ার পলাতক
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১৫:০৭ | আপডেট: ২২ ডিসেম্বর ২০ । ১৫:৫৪
অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি
করোনার সময় থেমে নেই বিয়ে। সুযোগ পেলেই বিয়ের পিঁড়িতে বসতে বসছেন অনেকেই। এমন সময়ে একটি নয়, পাঁচদিনের ব্যবধানে দুইটি বিয়ে করে লঙ্কাকাণ্ড ঘটিয়েছেন ভারতের মধ্যপ্রদেশের এক ইঞ্জিনিয়ার।
ভারতের সংবাদমাধ্যম জানায়, অভিযুক্ত ২৬ বছর বয়সী ওই ব্যক্তি পেশায় ইঞ্জিনিয়ার। থাকেন ইন্দোরের মুসাখেদি এলাকায়। প্রথমে তিনি ২ ডিসেম্বরের খান্দওয়ার একজন নারীকে বিয়ে করেন।
এর মাঝেই ৭ তারিখ আবার আরেক এলাকার এক নারীকে বিয়ে করেন। কিন্তু এ যাত্রায় আর রক্ষা পেলেন না তিনি। শেষপর্যন্ত স্বামীর দ্বিতীয় বিয়ের কথা জানতে পেরে পুলিশে অভিযোগ জানান ওই ব্যক্তির প্রথম স্ত্রী। তারপর থেকেই সবরকম যোগাযোগ বন্ধ করে সটকে পড়েন ওই ব্যক্তি।
ওই ব্যক্তির প্রথম স্ত্রী জানান, চলতি মাসের ২ তারিখ ধুমধাম করেই অভিযুক্তের সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়েতে যৌতুকের পাশাপাশি ওই ব্যক্তিকে অনেক উপহারও দেন মেয়ের বাবা। বিয়ের পর স্ত্রীকে ঘরে না তুলে ইন্দোরের একটি জায়গায় গিয়ে থাকতে শুরু করেন। এরপর হঠাৎই একদিন স্ত্রীকে জানান, ভোপালে জরুরি কাজ রয়েছে, তাই তাকে সেখানে যেতে হবে। কিন্তু আসলে ভোপাল না গিয়ে মৌতে চলে যান। সেখানেই ৭ ডিসেম্বর আরেকজনকে বিয়ে করেন।
বিয়েতে উপস্থিত একজন ওই ব্যক্তিকে চিনতে পারেন। তারপর তিনিই ছবি তুলে ওই ব্যক্তির প্রথম স্ত্রীকে পাঠিয়ে জানান, মা–বাবা, বোন–সহ গোটা পরিবারকে নিয়ে রীতিমতো সেজেগুজে বিয়ের আসরে এসেছেন ওই ইঞ্জিনিয়ার। এরপরই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন অভিযুক্তের প্রথম স্ত্রী।
এদিকে দ্বিতীয় স্ত্রীর এই বিষয়ে কিছু জানতেন না বলে জানিয়েছেন। এছাড়াও জানান, প্রেম করে নয়, দেখাশোনা করেই বিয়ে হয়েছে তাদের।
এ ঘটনায় ওই ব্যক্তির বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com