
দীঘিনালায় বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুর
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১৬:৩৫
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির দীঘিনালায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ফজরের নামাজের পর উপজেলা সদর থেকে ১২ কিলোমিটার দূরে মেরুং পুলিশ ফাঁড়ির সামনে মুজিব চত্বরে এ ভাঙচুরের ঘটনা ঘটে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা জানা যায়নি।
স্থানীয়দের ধারনা, মেরুং বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ নোমানের ভাস্কর্য বিরোধী বক্তব্যে উৎসাহিত হয়ে কেউ এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনার সাথে জড়িতদের খুঁজে করার চেষ্টা করছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, ফজরের আজান শেষে বাজারের পাহারাদাররা চলে যাওয়ার পরই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ভাঙচুর করা হয়েছে।
পুলিশ বলছে, অতিরিক্ত কুয়াশা এবং প্রতিকৃতির উত্তর পাশে মাল বোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে থাকায় কারা এই ঘটনা ঘটিয়েছে তা ফাঁড়ি থেকে দেখা যায়নি।
স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের কয়েকজন নেতা জানান, মেরুং বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল হামিদ নোমান জুমার নামাজের আগে মুর্তি ও ভাস্কর্য বিরোধী বক্তব্য দিতেন। তাদের দাবি, ইমামের বক্তব্যে উৎসাহিত হয়েই কেউ জাতির জনকের প্রতিকৃতি ভাঙচুর করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানান তারা।
ঘটনার সত্যতা স্বীকার করে দীঘিনালা থানার অফিসার ইনচার্জ উত্তম চন্দ্র দেব জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙচুরের ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশী তৎপরতা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। উপজেলার কোথাও যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com