
পাথর দিয়ে থেঁতলে শিশুকে খুন: সেই যুবক রিমান্ডে
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১৭:২৫
সুনামগঞ্জ প্রতিনিধি

আসামি ওমর ফারুককে আদালত থেকে নিয়ে যাচ্ছে পুলিশ -সমকাল
সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসা (তালহা) নামের চার বছরের শিশুকে মাথায় পাথর মেরে নির্মমভাবে হত্যার ঘটনায় ওমর ফারুককে ৩ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কুদরত-ই এলাহী এই আদেশ দেন।
কোর্ট ইন্সপেক্টর আশেক সুজা মামুন জানান, ৪ বছরের শিশুকে পাথর দিয়ে থেঁতলে খুন করার ঘটনায় আটক ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করে সুনামগঞ্জ সদর থানা পুলিশ। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
গত ১১ ডিসেম্বর দুপুরে সুনামগঞ্জ পৌরশহরের গুজাউড়া হাছননগরে এনামুল হক মুসাকে (তালহা) মাথায় পাথর মেরে নির্মমভাবে হত্যা করে ওমর ফারুক। ঘটনার পরপর স্থানীয় লোকজন ঘাতক ওমর ফারুককে আটক করে পুলিশে সোপর্দ করেন। শিশু খুনের পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে।
ভিডিওতে দেখা গেছে, শিশু তালহা ওই দিন দুপুরে নিজ বাড়ির সামনে খেলা করছিল। এসময় রাস্তা দিয়ে যাওয়া ওমর ফারুক নামের ওই যুবক প্রথমে তালহাকে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর ভারি পাথর ও ইট দিয়ে তালহার মাথায় উপর্যুপরি আঘাত করেন। এতে তালহার মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তায় মেটারসাইকেল দিয়ে যাওয়া এক পথচারীর চিৎকার শুনে বাড়ির লোকজন গুরুতর আহত তালহাকে উদ্ধার করে তাৎক্ষণিক সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনিত হলে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বিকালে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তালহাকে মৃত ঘোষণা করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com