
দুর্ঘটনার পর বাসে ছড়িয়ে পড়লো ফেনসিডিলের বোতল, নিহত ১
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১৮:১৪
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল -সমকাল
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কাঠেরপুল এলাকায় সততা পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দশ যাত্রী আহত হয়েছে।
মঙ্গলবার দুপুর ২টায় এই ঘটনা ঘটে। এসময় দুর্ঘটনা কবলিত বাসে ছড়িয়ে পড়ে ফেনসিডিলের বোতল। নিহত কামাল হোসেন মজুমদার (৩৫) ব্যাংক এশিয়াতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকামুখী দ্রুতগামী বাসটি (কুমিল্লা জ-১১-০১৮১) একটি মোটরসাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বাস ও মোটরসাইকেল মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা কামাল হোসেন মজুমদার ঘটনাস্থলে নিহত হন।
তারা আরও জানায়, বাসটির অন্তত দশজন যাত্রী আহত হয়েছেন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আর দুর্ঘটনার পর বাসটির ভেতর ফেনসিডিলের বোতল ছড়িয়ে-ছিটিয়ে ছিলো।
কুমিল্লার ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাফায়েত হোসেন জানান, দুপুরে আমরা দুর্ঘটনার খবর পাই। পুলিশ গিয়ে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার করে। দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে যায়। এ সময় বাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা অন্তত ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। মনে হচ্ছে কোন যাত্রী ফেনসিডিল বহন করছিলো। লাশ বর্তমানে থানায় রয়েছে। মোটরসাইকেল ও বাসটিকে উদ্ধার করা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com