
তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ফেসবুকে, যুবক গ্রেপ্তার
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ১৯:৫০
মাদারীপুর সংবাদদাতা

গ্রেপ্তার শহীদুল -সমকাল
মাদারীপুরে এক তরুণীর আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. শহিদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তিনি জেলার রাজৈর উপজেলার পশ্চিম বিষ্ণপুর গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে।
মঙ্গলবার দুপুরে র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে রাজৈর থানার পূর্ব সরমঙ্গল গ্রামের অভিযান চালিয়ে মেম্বার সাগর মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. শহিদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত বছরের সেপ্টেম্বর মাসে ওই তরুণীর সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মো. শহিদুল ইসলামের। এরপর থেকে আসামি বিভিন্ন সময় তরুণীকে নানা রকম চাপ দিয়ে ও প্রলোভন দেখিয়ে হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেঞ্জারে ভিডিও ফোনে অশ্লীল কথা বলতে বাধ্য করত। ভিডিও কলে কথা বলার সময় আসামি গোপনে তা রেকর্ড করে ভিকটিমকে শারীরিক সম্পর্ক করতে চাপ দেন। কিন্তু ওই তরুণী বিয়ে বর্হিভূত সর্ম্পকে জড়াতে না চাওয়ায় ধারণকৃত ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখান শহিদুল।
এতে আরও জানানো হয়েছে, এক পর্যায়ে চলতি বছর ১৬ নভেম্বর রাতে আসামির নিজ মোবাইল থেকে হোয়াটসঅ্যাপে তরুণীর ২টি আপত্তিকর ছবি পোস্ট করেন। এরপর সোমবার ওই তরুণী র্যাব-৮, মাদারীপুর ক্যাম্পে অভিযোগ দায়ের করেন। তার অভিযোগের ভিত্তিতে রাতেই অভিযুক্ত মো. শহিদুল ইসলামকে আটক করা হয়। পরে রাজৈর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তরুণী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
র্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, ‘আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com