দুদকের মামলা

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যানকে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০ । ২১:১০

সমকাল প্রতিবেদক

ফাইল ছবি

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে আগাম জামিন না দিয়ে তাকে দুই সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে ছিলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে আইনজীবী শাহিন আহমেদ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

গত বছরের ১ এপ্রিল চট্টগ্রামের ডবলমুরিং থানায় জাফর আহমেদের বিরুদ্ধে মামলা করেন দুদকের উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন। মামলার এজাহারে বলা হয়, জনপ্রতিনিধি হিসেবে জাফর আহমেদের চার কোটি ৯০ লাখ ৬৯ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ। এরই ধারাবাহিকতায় জাফর আহমেদ হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com