
কুড়িগ্রাম পৌরসভায় আ. লীগের প্রার্থী কাজিউল নির্বাচিত
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০ । ২১:০৯
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রাম পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী কাজিউল ইসলাম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।
তিনি ভোট পেয়েছেন ২০ হাজার ৫৭১টি। তার নিকটতম প্রার্থী বিএনপির বিদ্রোহী প্রার্থী আবু বকর সিদ্দিক (নারিকেল গাছ) পেয়েছেন ৫ হাজার ২৬৪ ভোট।
এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১৬৪ ভোট।
কাজিউল ইসলাম কুড়িগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ১৯৯৩ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত কুড়িগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com