ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ধরা

২৩ ডিসেম্বর ২০ । ০০:০০

সীমান্ত অঞ্চল প্রতিনিধি

ঝিনাইগাতীর ভারুয়া গ্রামে এক বাড়িতে ইয়াবা রেখে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেছে ষড়যন্ত্রকারীরা। তারা হলো একই গ্রামের ছাবের আলীর ছেলে নলকুড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আবদুল মতিন এবং নালিতাবাড়ী উপজেলার নন্নী গ্রামের ছাবেদ আলীর ছেলে শাহজাহান। রোববার রাতে শাহজাহানকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে।

জানা গেছে, ভারুয়া গ্রামের আইজুদ্দিনের ছেলে নুর ইসলামকে ফাঁসাতে মতিন ও শাহজাহানের যোগসাজশে ১৮ ডিসেম্বর রাতে এক নারীর মাধ্যমে বাড়িতে ৫০ পিস ইয়াবা রেখে পুলিশে খবর দেয়। পরে নুর ইসলামের বাড়ি থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার এবং নুর ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

ওসি ফায়েজুর রহমান তদন্ত করে জমি নিয়ে বিরোধে ইয়াবা নাটক সাজানো হয়েছে বলে নিশ্চিত হয়ে শাহজাহানকে গ্রেপ্তার করেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com