নাইজারে হামলায় নিহত বেড়ে ১০০

প্রকাশ: ০৪ জানুয়ারি ২১ । ১১:১২ | আপডেট: ০৪ জানুয়ারি ২১ । ১২:৩৪

অনলাইন ডেস্ক

হামলা কবলিত গ্রামে নিরাপত্তা বাহিনীর সদস্যরা-বিবিসি

নাইজারের মালি সীমান্তবর্তী অঞ্চলের কাছে একসঙ্গে দুই গ্রামে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০০ জনে দাঁড়িয়েছে। রোববার দেশটির প্রধানমন্ত্রী ব্রিগি রাফিনি এ তথ্য জানান।

হামলার শিকার একটি গ্রাম পরিদর্শন করেন তিনি। সেখানে গিয়ে গণমাধ্যমকে সাক্ষাতকারে নিহতের সংখ্যা ঘোষণা করেন তিনি। ক্ষতিগ্রস্ত এলাকার সীমান্ত রয়েছে মালির সঙ্গে। হামলার কারা জড়িত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি রাফিনি।

শনিবারের এই হামলাকে জঙ্গি হামলা বলে সন্দেহ করা হচ্ছে।  খবর রয়টার্সের

নিরাপত্তা বাহিনী এর আগে জানিয়েছিল, তছোম্বাংউ ও জারোমদারে গ্রাম একযোগে সন্ত্রাসীদের চালানো হামলায় শনিবার অন্তত ৭০ বেসামরিক নাগরিক নিহত হয়। 

পশ্চিম আফ্রিকার এ দেশটি আগে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে যুক্ত জঙ্গিদের আক্রমণ সহ্য করেছে। গত বছরও দেশটির পশ্চিমাঞ্চলে মালি, বুরকিনা ফাসো এবং দক্ষিণ-পূর্ব নাইজেরিয়া সীমান্তের কাছে হামলায় কয়েকশ’ লোক নিহত হয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com