
চসিক নির্বাচন
বিএনপির ডা. শাহাদাতসহ ৬ মেয়র প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশ: ২৯ জানুয়ারি ২১ । ২০:৩৬ | আপডেট: ২৯ জানুয়ারি ২১ । ২১:১৭
চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত রেজাউল করিম চৌধুরী ছাড়া অপর ছয় প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এই তালিকায় রয়েছেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেনের নামও।
সিটি নির্বাচনের ৪৪ (৩) বিধিতে অনুযাী, 'ভোটগ্রহণ বা ভোটগণনা সমাপ্ত হওয়ার পর যদি দেখা যায় যে, কোনো প্রার্থী সংশ্নিষ্ট নির্বাচনে প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের চেয়ে কম ভোট পেয়েছেন, তাহলে ওই প্রার্থীর জামানতের টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে।'
বুধবার গভীর রাতে ঘোষিত ফলাফলে দেখা যায়, ৪ লাখ ৩৬ হাজার ৫৪৩ ভোটের মধ্যে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী জামানত রক্ষা করতে হলে শাহাদাতকে পেতে হতো অংশ নেওয়া মোট ভোটের আটভাগ ভোট অর্থ্যাৎ ৫৪ হাজার ৫৬৮ ভোট। সে হিসেবে জামানত হারিয়েছেন তিনি। যদিও নির্বাচনের ফল প্রত্যাখান করেছেন ডা. শাহাদাত হোসেন। নির্বাচনের শুরু থেকে 'ভোট ডাকাতি'র নির্বাচন হিসেবে দাবি করে আসছেন তিনি। এরআগে ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও চট্টগ্রাম-৯ আসনের এমপি পদে নির্বাচন করে জামানত হারান নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত।
এর বাইরে জামানত হারিয়েছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মেয়র প্রার্থী এম এ মতিন (২১২৬), এনপিপির আবুল মনজুর (৪৬৫৩), ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (৪৯৮০), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (১১০৯) ও স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (৮৮৫)। এদের মধ্যে জান্নাতুল ইসলাম নির্বাচনের দিন দুপুরে নির্বাচন বর্জন করেন।
নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রেজাউল করিম চৌধুরী তিন লাখ ১৬ হাজার ৭৫৯ ভোটের ব্যবধানে জিতে নগর ভবনে যাওয়ার অপেক্ষায় আছেন। মোট ১৯ লাখ ১৭ হাজার ৯৭৮ ভোটের মধ্যে ভোট পড়েছে ৪ লাখ ৬৫ হাজার ৪৩ ভোট। শতকরা হারে ভোটগ্রহণ হয়েছে ২২ দশমিক ৫২ শতাংশ।
নির্বাচনের সহকারি রিটানিং অফিসার কামরুল ইসলাম জানান, নির্বাচনে পড়া মোট ভোটের নির্ধারিত সংখ্যক ভোট পেতে হয়। কিন্তু ছয় প্রার্থী সেই সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com