কুড়িগ্রামে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২১ । ১৪:৩৮

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির আদেশ দিয়েছেন কুড়িগ্রামের আদালত। মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান এ আদেশ দেন। 

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি রাসেল বাবু পলাতক থাকায় তার অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন এ তথ্য জানিয়েছেন।

 মামলার এজাহার থেকে জানা যায়, নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ বাজার এলাকার সাইফুর রহমানের ছেলে রাসেল বাবু প্রেম করে বিয়ে করার দেড় বছর পর যৌতুকের জন্য চাপ দেয় ছয় মাসের অন্ত:সত্ত্বা স্ত্রী পিংকি খাতুন শিল্পীকে। নির্যাতনের মাত্রা বেড়ে গেলে বাবা-মায়ের কাছে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হাতেম আলী- রোকেয়া বেগমের কাছে চলে যায়। শ্বশুড় বাড়িতে এসে স্ত্রীকে পেটের সন্তান নষ্ট করার চাপ দিতে থাকেন রাসেল। একদিন শিল্পীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগ নিয়ে স্বামী রাসেল বাবু তার স্ত্রী শিল্পীকে জোর করে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। এতে রাজি না হওয়ায় বাকবিতণ্ডার এক পর্যায়ে রাসেল বাবু স্ত্রী শিল্পীকে গলায় ওড়না পেঁচিয়ে এবং মুখে বালিশ চাপ দিয়ে হত্যা করেন।

২০১১ সালের ২৭ মে সংঘটিত এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে ওই দিনই পিংকি খাতুন শিল্পীর মা রোকেয়া বেগম বাদী হয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানায় মামলা করেন। দীর্ঘ প্রায় দশ বছর পর আসামি রাসেল বাবুকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com