কঠোর পরিশ্রম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়: লাবু চৌধুরী

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২১ । ২৩:১৬

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর চৌধুরী লাবু বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন আজ পূরণ হতে চলেছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চিন্তা কিভাবে বেকার যুবক ও যুবতীদের কর্মসংস্থানে আওতায় আনা যায়। আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ।

মঙ্গলবার সকালে ফরিদপুরের সালথায় মাল্টিপারপাস হলরুমে উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ন্যাশনাল সার্ভিস কর্মসূচির দ্বিতীয় দিনে (৮ম পর্ব) আওতায় ৫০০ জন বেকার যুবক ও যুবতিদের তিন মাস মেয়াদী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আকবর চৌধুরী লাবু বলেন, প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যেককে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। কঠোর পরিশ্রম ছাড়া ভাগ্য পরিবর্তন সম্ভব নয়। তাই সবাইকে কাজের মাধ্যামে সেরা হয়ে উঠতে হবে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.ওয়াদুদ মাতুব্বর, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মো. শফিউদ্দিন, যুব উন্নয়ন অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক খান মো. নইম, ব্যাংক এশিয়ার হেড অব এজেন্ট ব্যাংকিং এস.ভি.পি মো. আহসান উল আলম, ব্যাংক এশিয়ার হেড অব আর্থিক অন্তর্ভূক্তি বিভাগ এফ.ভি.পি মো. জাকির হোসেন ভূইয়া, সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি, ব্যাংক এশিয়ার হেড অব পেমেন্ট চ্যানেল চন্দন নাগ।

এছাড়া বক্তব্য দেন- সালথা থানা ওসি তদন্ত সুব্রত গোলদার, সালথা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠণিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমুখ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সালথা উপজেলা যুব উন্নয়ন অফিসার মোস্তফা আহসান কামাল।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com