হাওড়া ব্রিজের নিচে সৃজিত-মিথিলার প্রেম

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৫:০২ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৫:০৭

বিনোদন প্রতিবেদক

ঢাকা ও কলকাতার আলোচিত দম্পতি এখন সৃজিত-মিথিলা। সম্প্রতি স্বামী সৃজিতের সঙ্গে হুগলি নদীতে ঘুরতে গিয়েছিলেন মিথিলা। যেটা গঙ্গা হিসেবেই পরিচিত কলকাতায়। সেই গঙ্গার বুকে মোহনীয় সময় কাটানো কিছু ছবি ফেসবুকে পোস্ট করেছেন মিথিলা।

ছবিতে তাদের নানাভাবে রোমান্স করতে দেখা গেছে। কখনো মাঝ নদীতে, কখনো গঙ্গার ধারে, আবার কখনো চলে গেছেন ৭৬ বছরের পুরনো ও ঐতিহ্যবাহী হাওড়া ব্রিজের নিচে।

একপাশে সুবিশাল হাওড়া স্টেশন আর আরেকদিকে কলকাতা শহর। মাঝখান দিয়ে যে নদী বয়ে গেছে তার নাম হুগলি। গঙ্গার ক্ষীণধারা এসে মিশেছে বলে এটাকে কলকাতাবাসী গঙ্গাই বলেন। সেই গঙ্গায় মিথিলা ও সৃজিতের কিছু প্রেমময় মুহূর্ত দেখা গেল।

এই জুটির ছবিগুলো তুলেছেন অভিরূপ গুহ রায়। গঙ্গার ধারে সৃজিত-মিথিলার অবকাশ যাপনের এই ছবিগুলোর মধ্যে সোমবার বেশকিছু ছবি পোস্ট করেন মিথিলা। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘গঙ্গা কিনারে।’ বাকি ছবি মঙ্গলবার পোস্ট করে তিনি লিখেছেন, ‘গঙ্গা ও হাওড়া ব্রিজ ভ্রমণের আরো কিছু ছবি।’ আর এই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিনেমার শুটিং নিয়ে বেশিরভাগ সময়ই ব্যস্ত থাকেন সৃজিত। করোনা মহামারির কারণে এই জুটির একজন ছিলেন কলকাতায়, অন্যজন ঢাকায়। তবে লকডাউন শিথিল হলেই কলকাতায় ছুটে যান মিথিলা। এর পর থেকেই সময়টা উপভোগ করছেন তারা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com