বালু তুলতে গিয়ে গর্তে চাপা পড়ে শ্রমিক নিহত

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৬:২৫

 শেরপুর প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে নদী থেকে অবৈধভাবে বালু তোলার সময় খাদে পড়ে রিপন মিয়া (৩৫) নামের এক বালুশ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিপন মিয়া ওই এলাকার হরমুজ আলীর ছেলে।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,  বুধবার সন্ধ্যা ৬ টার দিকে বালু তোলার জন্য মাজম আলী নামে এক বালু ব্যবসায়ী উপজেলার বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় প্রায় ৩০ ফিট গর্তে নামায় বালুশ্রমিক রিপনকে। এসময় খাদের দু’পাশের বালু পড়ে তিনি তলিয়ে যান। সহকর্মী শ্রমিকরা রিপনকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হন। বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে বালু ঠিকাদার ও তার লোকজন। কিন্তু ঘটনা জানাজানি হলে খবর পেয়ে পুলিশ রাত সাড়ে আটটার দিকে ঘটনাস্থলে যায়। পরে ঝিনাইগাতী উপজেলা থেকে দমকল বাহিনীকে খবর দিয়ে আনা হয়। তারা প্রায় ছয় ঘন্টার চেষ্টায় গর্তের পানি ও বালু সরিয়ে রিপনের মরদেহ উদ্ধার করে ।

স্থানীয় পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান হাজী আজাদ মিয়ার অভিযোগ, নিয়ম নীতির তোয়াক্কা না করে ঠিকাদার শহীদুল ইসলাম যা খুশি তাই করছেন। তিনি প্রশাসনের একাংশকে হাত করে দীর্ঘদিন ধরে বালু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, নদীর পাড়ে যেভাবে গর্ত করে বালু তোলা হয় তা দেখলে যে কেউ মাথা ঘুরে পড়ে যাবে।

 এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল জানান, নিহত রিপনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী জোহুরা বেগম বাদী হয়ে ঠিকাদার শহিদুল ইসলাম, হারুন অর রশিদ ও মাজম আলী নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আর ৪/৫ জনকে আসামি করে নালিতাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামিদের ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com