
কানে ফোন, ট্রেনের ধাক্কায় প্রাণ হারালেন সাবেক অধ্যক্ষ
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৭:০৩ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৮:৪৩
সমকাল প্রতিবেদক

প্রতীকী ছবি
রাজধানীর কারওয়ান বাজার থেকে রেললাইন ধরে হাঁটছিলেন ইস্পাহানী গালর্স স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ নিরদ বরণ রায় (৬০)। যাচ্ছিলেন মগবজার এলাকায়। এ সময় মোবাইল ফোনে কথা বলছিলেন। কানে ফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি তিনি। কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে পড়েন রেললাইনের পাশে। মাথায় আঘাত পেয়ে প্রাণ হারান তিনি। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিরদ বরণ রায়ের গ্রামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী এলাকায়। পরিবার নিয়ে বসবাস করতেন কল্যাণপুরে।
ইস্পাহানী গালর্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আনোয়ার হোসাইন জানান, নিরদ বরণ রায় গত জানুয়ারি মাসে চাকরি থেকে অবসরে যান। বৃহস্পতিবার কলেজে আসার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন। বাস থেকে ফার্মগেটে নেমে যান। পরে রেললাইন ধরে হাঁটছিলেন। দুই পাশ থেকে দুটি ট্রেন আসছিল। তিনি কমলাপুর দিক থেকে আসা ট্রেনটি দেখতে পাননি। কারওয়ান বাজার কাছপট্টি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হন তিনি। পথচারিরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা রেলওয়ে থানার এএসআই সানু মং মারমা সমকালকে জানান, কানে ফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি নিরদ বরণ। ট্রেনের ধাক্কায় তার মাথায় প্রচণ্ড আঘাত লাগে। এতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
তিনি আরও বলেন, মানুষকে আরও সচেতন হওয়া দরকার। কানে ফোন লাগিয়ে রেললাইনে না হাঁটার পরামর্শ দেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com