রাজধানীতে ছাত্রদলের বিক্ষোভ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২১ । ১৭:৪৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২১ । ২১:৩৮

সমকাল প্রতিবেদক

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব 'বীর উত্তম' উপাধি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বিজয়নগরে ছাত্রদলের বিক্ষোভ মিছ

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব 'বীর উত্তম' উপাধি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর বিজয়নগরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়া বৃহস্পতিবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। 

বৃহস্পতিবার সকালে বিজয়নগরের বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের সহ-সভাপতি পার্থ দেব মন্ডল, মাজেদুল ইসলাম রুমন, মাহমুদুল হাসান বাপ্পী, মোক্তাদির হোসেন তরু, সিনিয়র যুগ্ম সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সম্পাদক শাহ নেওয়াজ, মাইনুদ্দিন রাজু, তানজিল হাসান, আরিফুল হক, তবিবুর রহমান সাগর, মারুফ এলাহি রনি, সহ-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সাখাওয়াত হোসেন ও জামিল হোসেন প্রমুখ।

এ দিকে বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিল করার সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীতে মশাল মিছিল করেছে ঢাকা কলেজ ছাত্রদল। ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়াত মাহমুদ জুয়েল ও ইব্রাহিম কাদিরের নেতৃত্ব এলিফ্যান্ট রোডে এ মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাজ্জাক খান, শাহাদাত হোসেন মানিক, আরিফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক মিল্লাদ হোসেন, সহ প্রচার রেদোয়ান রবিন, সহ সম্পাদক শাহ পরান, নাজিম উদ্দিন, হাসান ভূইয়া, শামিম, সালমান, ইজেল, মেজবাহ ইসলাম ও সাজিদ হোসেন সহ আরো অনেকে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com