মাদ্রাসায় বিছানাপত্রের স্তুপের নিচে মিলল শিশুর লাশ

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২১ । ২১:৫৯ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২১ । ২২:০৩

কুমিল্লা সংবাদদাতা

নিহতের স্বজনদের আহাজারি -সমকাল

কুমিল্লার চান্দিনায় ‘মাদ্রাসাতুল আবরার’ নামে একটি ক্বওমী মাদ্রাসা থেকে রায়হান হোসেন (১০) নামের এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার গভীর রাতে চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের নরসিংহপুর এলাকার ওই মাদ্রাসায় ছাত্রদের বিছানাপত্রের স্তুপের নিচ থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

রায়হান হোসেন পার্শ্ববর্তী ডুমুরিয়া গ্রামের অটো রিকশাচালক মিজানুর রহমানের ছেলে। 

রায়হানের বাবা মিজানুর রহমান বলেন, ‘বুধবার সকাল ১১টার দিকে রায়হান মাদ্রাসা থেকে বাড়ি আসার পর খাবার খেয়ে দুপুর ১টার দিকে আবার মাদ্রাসায় চলে যায়। সন্ধ্যায় মাদ্রাসা থেকে আমাকে ফোন করে জানানো হয়, আমার ছেলে মাদ্রাসায় যায়নি। এতে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে এলাকার বিভিন্ন স্থানে মাইকিং করা হয়। রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসা থেকে একজন শিক্ষক আমার বড় ভাই মোস্তফা মিয়ার ফোনে কল করে আমাদের মাদ্রাসায় যাওয়ার জন্য বলেন। মাদ্রাসায় যাওয়ার পর ছাত্রদের বিছানাপত্রের স্তুপের নিচে রায়হানের লাশ দেখান তারা।’

মাদ্রাসার শিক্ষক ক্বারী হারুনুর রশিদ জানান, ‘সন্ধ্যায় আমরা হাজিরা ডাকার সময় রায়হানকে না পেয়ে খোঁজ নেই এবং তার বাড়িতে খবর দেই। রাতে ছাত্ররা ঘুমাতে যাওয়ার সময় বেডিংয়ের স্তুপের নিচে রায়হানকে পড়ে থাকতে দেখে আমাদের ডেকে দেখান। কিন্তু কিভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে তা বলতে পারছি না।’ 

বৃহস্পতিবার সন্ধ্যায় চান্দিনা থানার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ জানান, রাতেই ঘটনাস্থল থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষে বিকালে লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য শিক্ষকসহ ৪ জনকে থানায় আনা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনের জন্য চেষ্টা চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com