গণস্বাস্থ্য হাসপাতালে ৫০ লাখ টাকা অনুদান দিলেন অধ্যাপক নাসরীন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২১ । ২১:৪৫

সমকাল প্রতিবেদক

সাভারে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে একটি পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) স্থাপনে ৫০ লাখ টাকা অনুদান দিয়েছেন অধ্যাপক নাসরীন বেগম। অধ্যাপক নাসরীন বেগমের মেয়ে সাবরীনা কামাল উচ্চশিক্ষার জন্য জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সেখানে তিনি মারা যান।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে এই অর্থ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাজী মুহম্মদ মুহসীনের দানশীলতার কথা তুলে ধরে বলেন, আজকে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন। হাজী মুহম্মদ মুহসীন যেমন ধর্ম-বর্ণ নির্বিশেষে দান করে গেছেন, অধ্যাপক নাসরীন বেগমও অনুদানের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তার কর্তব্য পালন করেছেন। নাসরীন বেগম এবং তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সাবরীনা কামালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই আইসিইউ ইউনিটের নামকরণের সিদ্ধান্ত হয় 'সাবরীনা কামাল আইসিইউ'।

এ সময় অধ্যাপক নাসরীন বেগম বলেন, বিশ্বাস থাকলে উদ্দেশ্য সফল হয়। আমি মানুষের সেবায় আনন্দিত চিত্তে জাফরুল্লাহ চৌধুরীর যে কোনো প্রতিষ্ঠানে কাজ করতে ইচ্ছুক। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ, গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খোন্দকার ও গণস্বাস্থ্য কেন্দ্রের গণমাধ্যম উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টু।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com