স্ট্যান্ড উচ্ছেদের চেষ্টা, তোপের মুখে সিসিক মেয়র

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২১ । ২২:৪৮

সিলেট ব্যুরো

সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় মাইক্রোবাস স্ট্যান্ড সরাতে গিয়ে চালকদের বিক্ষোভের মুখে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী। একপর্যায়ে পিছু হটতে বাধ্য হন তিনি। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিক্ষোভকালে প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

স্থানীয়রা জানান, চৌহাট্টা-আম্বরখানা সড়কের চৌহাট্টা মোড়ের পাশে দীর্ঘদিন ধরে মাইক্রোবাস সড়কের পাশে দাঁড় করিয়ে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করে আসছিলেন চালকরা। রাস্তার উন্নয়নে ওই স্ট্যান্ড সরিয়ে দিতে মেয়র সেখানে যান। তিনি চালকদের স্ট্যান্ড সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু চালকরা স্ট্যান্ড তুলে নিতে অস্বীকৃতি জানান। এতে মেয়র ও চালকদের মধ্যে ব্যাপক বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভের মুখে মেয়র ঘটনাস্থল থেকে সরে দাঁড়ান। খবর পেয়ে পুলিশসহ কয়েকজন কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছান। সন্ধ্যায় বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদির কার্যালয়ে বৈঠকে বসেন মেয়র। কোতোয়ালি থানার ওসি এস এম আবু ফরহাদ জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

এ ব্যাপারে মেয়রের বক্তব্যের জন্য একাধিকবার মোবাইলে ফোন দেওয়া হলেও যোগাযোগ করা যায়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com