
বিশ্ববিদ্যালয়ের সবাইকে করোনার টিকা নেওয়ার আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২১ । ১৩:৩৮ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২১ । ১৬:১৪
বিশেষ প্রতিনিধি

টিকা নিচ্ছেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদল্লাহ
দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের করোনাভাইরাসের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদল্লাহ।
বিশ্ববিদ্যালয়ের সবাইকে দ্রুততম সময়ে করোনার টিকার নিবন্ধনের আওতায় আনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের অনুরোধ জানান তিনি।
মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোভিড সেন্টার থেকে টিকা নেওয়ার পর ইউজিসি চেয়ারম্যান এ আহ্বান জানান।
তিনি ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সব উপযুক্ত ব্যক্তিকে নির্ভয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।
ইউজিসি চেয়ারম্যানের পর করোনাভাইরাসের টিকা নেন-কমিশনের সদস্য প্রফেসর ড. দিল আফরোজা বেগম, প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, প্রফেসর ড. মো. আবু তাহের, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং কমিশনের পরিচালকবৃন্দ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com