বরিশালে জন্মদিনে জীবনানন্দকে স্মরণ

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২১ । ১৬:২৫

বরিশাল ব্যুরো

রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২২ তম জন্ম বার্ষিকী উপলক্ষে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে  ‘কবি স্মরণ’ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ৯ টায় নগরের জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ ভবনে কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এতে আলোচনা সভা, কবির কবিতা আবৃত্তি এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবিতা পরিষদের সদস্যরা।

জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন কবি তপংকর চক্রবর্তি, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, সংস্কৃতজন মুকুল দাশ, অধ্যাপক বিমল চর্কবর্তি, ছড়াকার কাজী মকবুল হোসেন। জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন কবি কাজী সেলিনা, কামরুন নাহার মুন্নি। স্বরচিত কবিতা পাঠ করেন সব্যশাচী সেনগুপ্ত, শোভন কর্মকার, রিয়াজ আহম্মেদ, আবদুর রহমান প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বরিশালে নিয়মিত জীবনানন্দ উৎসব উদযাপনের জন্য জেলা প্রশাসনের প্রতি আহবান জানান।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com