
'মেসিকে রাখতে শিরোপা জিততে হবে বার্সায়'
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২১ । ১৭:১৮
অনলাইন ডেস্ক

ছবি: এএফপি
একে একে শেষ হয়ে যাচ্ছে বার্সেলোনার সব শিরোপার স্বপ্নে। লা লিগায় তারা শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে বেশ পিছিয়ে আছে। শিরোপার আশা করা কাতালানদের জন্য তাই কঠিন। কোপা দেল রে'র সেমিফাইনালে প্রথম লেগে সেভিয়ার বিপক্ষে হেরেছে তারা। এরই মধ্যে স্প্যানিশ সুপার কোপা ফাইনালেও হেরেছে।
এবার আবার চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর লড়াইয়ে ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ৪-১ গোলে বিধ্বস্ত হয়েছেন মেসিরা। আসর থেকে তাদের পিছলে গেছে এক পা। চলতি মৌসুমে তাই কোন শিরোপাই পক্ষে নেই বার্সার। এটাই আগামী মৌসুমে আর্জেন্টাইন তারকাকে ধরে রাখার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কাতালান ক্লাবটির।
বার্সার সম্ভাব্য প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তার কাছে যেটি খুবই চিন্তার ব্যাপার। তার মতে, শিরোপা না জিতলে মৌসুম শেষে বার্সাকে ধরে রাখা কঠিন হবে।
স্কাই স্পোর্টস ইতালিয়াকে লাপোর্তা বলেন, 'মেসি বার্সার হয়ে শিরোপা জিততে চায়। সে কেবল টাকার জন্য খেলে না, শিরোপার জন্য খেলে। তাকে ধরে রাখা বার্সার জন্য কঠিন নয়। কারণ বার্সার আয়ের ৩০ শতাংশ মেসির থেকেই আসে। কিন্তু শিরোপা ছাড়া তাকে ধরে রাখা কঠিন। সত্য হলো যে, এরই মধ্যে তাকে পেতে বেশ কিছু বড় ক্লাব চেষ্টা করছে।'
সংবাদ মাধ্যমের গুঞ্জন অনুযায়ী, ম্যানচেস্টার সিটি এবং পিএসজি মেসিকে দলে পাওয়ার জোর চেষ্টা চালাচ্ছে। পিএসজিতে নেইমারের সঙ্গে আর্জেন্টাইন তারকা নতুন জুটি গড়তে চায় বলে খবর। আবার পেপ গার্দিওয়ালা চাচ্ছেন সাবেক শিষ্যকে নিয়ে টিকিতাকার ছক ফাঁদতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com