
সদরপুরে ট্রাকের ধাক্কায় ভ্যান উল্টে ব্যবসায়ী নিহত
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২১ । ১৭:৪২
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি
ফরিদপুরের সদরপুর উপজেলায় পেছন থেকে ট্রাকের ধাক্কায় একটি ভ্যান উল্টে শেখ লিটন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের দোপপাশা গ্রামের মৃত নুরু শেখের ছেলে।
জানা গেছে, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ভ্যানের করে সবজি কেনার জন্য শৌলডুবী মজুমদার বাজারে যাচ্ছিলেন লিটন। পথে চরডুবাইল মৃধাকান্দা মোড় এলাকায় গেলে পেছন থেকে আসা বালুবাহী একটি ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। ভ্যানটি উল্টে ঘটনাস্থলেই মৃত্যু হয় লিটনের।
এলাকাবাসী ওই ট্রাকটি ভাঙচুর এবং চালককে আটক করে পুলিশে সোপার্দ করেছে। আটক চালকের নাম গোলাম মওলা (৪৫)।
খবর পেয়ে চন্দ্রপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। একইসঙ্গে ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ফরিদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com