
পাকিস্তানে খোঁজ মিলল নতুন 'ঐশ্বরিয়ার'
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২১ । ১২:২৩
অনলাইন ডেস্ক

আমেনা ইমরান
অনেকেই বিশ্বাস করেন পৃথিবীতে একই রকম দেখতে ৭ জন মানুষ আছেন। তাদের মতে, হয়ত আমার সঙ্গে কোনও সম্পর্ক নেই, তবে আমারই মত দেখতে পৃথিবীর কোনও না কোনও প্রান্তে কেউ একজন আছেন। আর মাঝে মধ্যেই তো তারকাদের মতো দেখতে কারো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবার পাকিস্তানে মিলল বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের মতো দেখতে এক তরুণীর। যাকে দেখলে আপনিও হয়ত ঐশ্বরিয়া ভেবে ভুল করবেন।
ওই তরুণীর নাম আমেনা ইমরান। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ভাইরাল হয়ে গেছে আমেনার একাধিক ছবি।

আমেনা পেশায় একজন বিউটি ব্লগার। তবে প্রায়ই তাকে ইনস্টাগ্রামে বিভিন্ন ভিডিও পোস্ট করতে দেখা যায়। আর সেখানেই তাকে দেখে চমকে উঠেছে নেটিজেনরা।
আর আমেনার ইনস্টাগ্রামে চোখ রাখলে ঐশ্বরিয়া রাই বচ্চনের একাধিক সিনেমার গানে বানানো ভিডিও চোখে পড়বে। অ্যায় দিল হ্যায় মুশকিল, মহব্বতে, দেবদাসসহ ঐশ্বরিয়ার বিভিন্ন জনপ্রিয় ছবির গান রয়েছে আমেনার ইনস্টাগ্রাম ভিডিওতে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com