
স্থগিত পরীক্ষা চালুর দাবিতে ইবিতে বিক্ষোভ
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২১ । ১৫:৫৭
ইবি প্রতিনিধি

স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর স্থগিত পরীক্ষা চালুর দাবিতে বিক্ষোভ, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
সকালে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এসময় তারা ‘সব চলে সব হয়, পরীক্ষা নিতে কীসের ভয়?', 'বসার কথা পরীক্ষার হলে, বসতে হলো রাজপথে', 'খুলছে সিনেমা হল, বন্ধ কেন পরীক্ষার হল' লেখা ফেস্টুন হাতে স্লোগান দিতে থাকে।
মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, ডেকে এনে তাদের পরীক্ষা নেওয়া হবেনা। এ কেমন প্রহসন? হল বন্ধ থাকায় তারা নিরাপত্তা ঝুঁকি নিয়ে মেসে থাকছেন। সব কিছুই স্বাভাবিক, শুধু পরীক্ষাই স্থগিত। তাদের অভিযোগ, ৭ কলেজের পরীক্ষা চললে, তাদের হবে না কেনো? শিক্ষার্থীরা আরো জানান, তারা মানসিক ও আর্থিকভাবে বিপর্যস্ত হচ্ছেন। তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।
পরে তারা প্রশাসন ভবনের সামনে প্রায় ঘন্টা ব্যাপী অবস্থান নেন। এরপর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বরাবর তাদের সমস্যা তুলে ধরে প্রায় ১০০ শিক্ষার্থীর স্বাক্ষর সম্বলিত স্মারকলিপি দেন আন্দোলনকারীরা। এসময় উপাচার্যের পক্ষে সহকারী প্রক্টর শাহেদ আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com