
মাদক ব্যবসায়ীকেই বিয়ে করবেন এমা
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২১ । ১৭:১৬ | আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২১ । ১৭:৪৬
বিনোদন ডেস্ক

এমা ওয়াটসন
হলিউড অভিনেত্রী এমা ওয়াটসন এক মাদক ব্যবসায়ীকে বিয়ে করতে চলেছেন। তার নাম লিও রবিনটন। পেশায় মাদক ব্যবসায়ী। গাঁজাসহ বিভিন্ন স্থানীয় মাদকের ব্যবসা করেন তিনি।
১৮ মাসের সম্পর্ক এমা আর লিওর। ইয়াহুসহ আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, এবার এ জুটি সংসার পরিকল্পনার কথা ভাবছেন। এছাড়াও শোনা যাচ্ছে, হলিউড থেকে সাময়িক বিরতিও নেবেন এ অভিনেত্রী।
তবে আপাতত হলিউড নিয়ে মাথা ঘামাচ্ছেন না তিনি। অন্তত তিনটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন না। এমনকি যে ছবি করার কথা ছিল, চুক্তির অর্থ ফিরিয়ে দিয়ে সেটিও ‘না’ করে দিয়েছেন। অনেক তো হলো হলিউড, এবার একটু সংসারে সময় আর মন দিতে চান।
২০১৯ সালের অক্টোবরে এমা আর লিও প্রকাশ্যে চুমুর ছবি ডেইলি মেইল প্রকাশ করে হইচই ফেলে দেয়। সেই থেকে লিওকে নিয়ে শুরু হয় চলুচেরা বিশ্লেষণ।
ডেইলি মেইলই জানিয়েছে, এমা নাকি চুপি চুপি বাগদানও সেরে ফেলেছেন। ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই স্বচ্ছন্দবোধ করেন তিনি।
এদিকে দ্য সানের একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ‘কে এই লিও’ শিরোনামে। সেখান থেকে জানা যায়, লিও পেশায় বড় ব্যবসায়ী। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুমোদিত মাদকের বিশাল ব্যবসা আছে তার। ডেইজি আর লিলি নামে দুই বোন আছে লিওর। ওই প্রতিবেদন থেকে আরো জানা যায়, যেকোনো দিন খবর হবে বিয়ে সেরে ফেলেছেন এমা আর লিও।
নারীবাদী হিসেবে বিশ্ব এমাকে চেনে। এমা ওয়াটসন, কৈশোরের ‘হ্যারি–পটার’–এর সেই হারমিওন গ্রেঞ্জার, ‘বিউটি অ্যান্ড দ্য বিস্ট’, ‘লিটল ওম্যান’–এর মতো জনপ্রিয় ও প্রশংসিত ছবির অভিনেত্রী তিনি।
ফোর্বস আর ভ্যানিটি ফেয়ারের মতে, তিনি হলিউডের সর্বোচ্চ অর্থ উপার্জনকারীদের একজন। টাইম ম্যাগাজিনের সেরা ১০০ প্রভাবশালী নারীর তালিকাতেও দেখা যায় তার নাম । দীর্ঘদিন ধরে কাজ করছেন নারী অধিকার নিয়ে।
এবার হলিউড ও সামাজিক কর্মকাণ্ড বিরতি দিয়ে সংসারে থিতু হবেন তিনি এমনটাই জোর গুঞ্জন চলছে হলিউড পাড়ায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com