কর্ণফুলীর তীরে শিল্পকারখানা কেন? প্রশ্ন স্থানীয় সরকারমন্ত্রীর

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২১ । ২০:২১

চট্টগ্রাম ব্যুরো

ফাইল ছবি

কর্ণফুলী নদীর তীর দখল করে অবৈধভাবে গড়ে ওঠা শিল্পকারখানা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। তিনি বলেন, যখন তা করা হয় তখন কেন আওয়াজ ওঠেনি। এটি তো কাম্য নয়। এটি তো দস্যুর দেশ না। এটি জনগণের দেশ। 

শনিবার চট্টগ্রাম ওয়াসার 'পতেঙ্গা বুস্টার পাম্প স্টেশন' প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরের রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে এ অনুষ্ঠান হয়।

দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার তাগিদ দিয়ে মন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠানের আর্থিক সক্ষমতা বাড়াতে আয়বর্ধক প্রকল্প নিতে হবে। বিশ্বের বিভিন্ন দেশে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো বিমানবন্দর ও মেট্রোরেল থেকে শুরু করে কিছু পরিচালনা করছে। দেশের সব প্রতিষ্ঠানকেও সক্ষমতা অর্জন করতে হবে।

তিনি বলেন, শুধু একজন মেয়র নির্বাচন করে তার ওপর সব বোঝা উঠিয়ে দিলে হবে না। সবাইকে সহযোগিতা করতে হবে।

চট্টগ্রাম ওয়াসার বোর্ড চেয়ারম্যান অধ্যাপক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরী, সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ ও নজরুল ইসলাম, স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিন ও চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ। উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী।

বুস্টার পাম্প স্টেশন নির্মাণ করা হয়েছে নগরের বন্দর এলাকায়। এই স্টেশনের মাধ্যমে বন্দর-পতেঙ্গা এলাকার দীর্ঘদিনের পানি সংকটের নিরসন হবে বলে জানিয়েছেন ওয়াসার প্রকৌশলীরা।

ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আরিফুল ইসলাম বলেন, এই বুস্টার স্টেশনের মাধ্যমে বন্দর, ইপিজেড, পতেঙ্গা এলাকার বিশাল জনগোষ্ঠীর পানির চাহিদা পূরণ করা সম্ভব হবে। প্রতিদিন সাড়ে চার কোটি লিটার পানি সরবরাহ করা যাবে। এ স্টেশনে দুই হাজার ৮০০ ঘনফুট ধারণক্ষমতার একটি রিজার্ভার রয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com