লিখতে-বলতে জানলেই সরকার তাকে ভয় পায়: মান্না

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২১ । ২২:০১

সমকাল প্রতিবেদক

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না- সমকাল

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, লিখতে ও বলতে জানলেই সরকার তাকে ভয় পায়। আমরা চুরির খবরটা জানি, বলতে পারি- তাই সরকার আমাদের ভয় করে। ভয় পেয়ে মুশতাক আহমেদকে জেলে ঢুকিয়েছিল তারা। 

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ডিজিটাল সিকিউরিটি এক জুলুম। এটি মানুষের কথা, মুখ ও লেখা বন্ধ করার আইন। এ আইন মানি না। আমরা এখানে সমবেত হয়েছি, মুশতাক হত্যার বিচারের দাবিতে এবং ডিজিটাল নিরাপত্তার নামে কালো আইন বাতিলের দাবিতে।

মুশতাক আহমেদের মৃত্যুর বিষয়ে মান্না বলেন, জেল কর্তৃপক্ষ বলার চেষ্টা করছে, অসুস্থ মুশতাককে আমরা নিয়ে এসেছি। তাজউদ্দীন আহমদ মেডিকেলের চিকিৎসক বলছেন, তারা তাকে মৃত অবস্থায় পেয়েছেন। তাহলে তিনি কখন, কোথায় মারা গেছেন? তিনি কারাগারে মারা গেলেন- সেটা কি স্বরাষ্ট্রমন্ত্রী ও তথ্যমন্ত্রী জানেন? যদি না জেনে থাকেন, তাহলে কেন আপনাদের চাকরি এখনও আছে?

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, নিজেদের নিরাপত্তায় আওয়ামী লীগ সরকার দেশের আইনকে ব্যবহার করছে। এই আইনের শিকার হচ্ছেন সাংবাদিক, কলামিস্ট, বুদ্ধিজীবীরা। এ বিতর্কিত আইন বাতিল করতে হবে। লেখক মুশতাক যেদিন মারা গেছেন, সেদিন দেশের ইতিহাসে একটি কালো দিন। এই মৃত্যুর প্রতিবাদে আয়োজিত বিক্ষোভেও সরকার হামলা চালিয়েছে। তাদের রুখতে হবে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা রাশেদ বলেন, আর যদি একজন সাংবাদিককে নির্যাতন করা হয়, তাহলে বাংলাদেশ অচল করে দেওয়া হবে।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজ্জাজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক নুরুল আলম ব্যাপারী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব নঈম জাহাঙ্গীর, সাবেক রাষ্ট্রদূত সাকিব আলী, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ ছাত্র ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com