শিবপুরে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

প্রকাশ: ০৮ মার্চ ২১ । ১৩:২২ | আপডেট: ০৮ মার্চ ২১ । ১৩:৪৪

শিবপুর (নরসিংদী) সংবাদদাতা

দুর্ঘটনাকবলিত ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা

নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির অজ্ঞাত (১২) এক যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও পাঁচজন। 

সোমবার সকাল ৯টার দিকে ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, মনোহরদী থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা ইটাখোলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। শিবপুর উপজেলার বাড়ৈগাঁও এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মনোহরদীগামী একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার অজ্ঞাত যাত্রী এক কিশোর নিহত হয়। এসময় আহত হয় চালকসহ পাঁচ যাত্রী। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকরা আহতদের নরসিংদী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

শিবপুর মডেল থানার এসআই রাসেল কবির জানান, খবর পেয়ে দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা জব্দ করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com