
কোহলির পরিকল্পনা মাথায় ঢুকছে না গম্ভীর-মাঞ্জেরেকারের
প্রকাশ: ১৭ মার্চ ২১ । ১৭:৫০
অনলাইন ডেস্ক

ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। ছবি: নিউজ ১৮
ইংল্যান্ডের বিপক্ষে বড় হারে টি-২০ সিরিজ শুরু করেছিল ভারত। দ্বিতীয় ম্যাচেই আবার ঘুরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলিরা। কিন্তু তৃতীয় ম্যাচে ভারতীয় অধিনায়ক দুর্দান্ত ব্যাটিং করলেও হেরেছে মেন ইন ব্লুজরা। সাবেক ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর-সঞ্জয় মাঞ্জেরেকার তাই টিম ম্যানেজমেন্টের সমালোচনায় মেতেছেন।
সিরিজের প্রথম দু্ই ম্যাচেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হন কেএল রাহুল। করেন যথাক্রমে শূন্য ও এক রান। তারপরও তৃতীয় ম্যাচের দলে টিকে যান ডানহাতি ব্যাটসম্যান রাহুল। ব্যাট হাতে এবারও হতাশ করেন। ফেরেন ডাক মেরে। অথচ দ্বিতীয় টি-২০ ম্যাচে অভিষেক হওয়া ইশান কিষাণ ওপেন করে দারুণ এক ফিফটি করলেও তৃতীয় ম্যাচে তাকে নামিয়ে দেওয়া হয় তিনে।
বিষয়টি ভালো লাগেনি সাবেক ভারতীয় ব্যাটসম্যান সঞ্জয় মাঞ্জেরেকারের। তার মতে, কেন ইশান তিনে। কোন পরিকল্পনায়, তা মাথায় ঢুকছে না তার। টুইট করে তিনি তাই বিরাট কোহলি তথা ভারতীয় টিম ম্যানেজমেন্টের দিকে তির ছুড়েছেন, 'অভিষেকে দারুণ ফিফটির পর ইশান কিষাণকে কেন পরের ম্যাচে তিনে নামানো হলো বুঝলাম না।'
দ্বিতীয় টি-২০ ম্যাচে ইশানের মতো অভিষেক হয় আরেক প্রতিশ্রুতিশীল মিডল অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবের। কিন্তু অভিষেকে আলো ছড়াতে পারেননি তিনি। পরের ম্যাচেই আবার দলের বাইরে পাঠিয়ে দেওয়া হয় তাকে। বিষয়টি ভালো লাগেনি সাবেক বিশ্বকাপ জয়ী ভারতীয় টপ অর্ডার ব্যাটসম্যান গৌতম গম্ভীরের।
তিনি ইএসপিএনের সঙ্গে আলাপে সরাসরি বিরাট কোহলির সমালোচনা করেছেন, 'সূর্যকুমারকে বাদ দেওয়ায় আমি বিস্মিত হয়েছি। বিশ্বকাপের বাকি আর মাত্র সাত মাস। এখন একজনকে ঠিকঠাক প্রস্তুতির সুযোগ দেওয়া উচিত। যদি দলীয় সেট আপে থাকা কেউ ইনজুরিতে পড়ে? তাহলে চার-পাঁচে কে ব্যাট করবে? শ্রেয়াস আয়ারের বিকল্প কে? যাদবকে তাই অন্তত তিন-চার ম্যাচ সুযোগ দিতে হতো।'
ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজে ওপেনিং জুটি নিয়ে কাঁটা ছেড়া শুরু করেছে ভারত। প্রথম ম্যাচে রাহুলের সঙ্গে জুটি গড়েন শেখর ধাওয়ান। পরের ম্যাচেই বাদ পড়ে যান শেখর। দ্বিতীয় ম্যাচে দেখা যায় রাহুল-কিষাণ জুটি। তৃতীয় ম্যাচে আবার রাহুলের সঙ্গে নামেন রোহিত শর্মা। চতুর্থ টি-২০ তেও ওপেনিংয়ে জুটিতে হতে যাচ্ছে পরিবর্তন। অফ ফর্মে থাকা রাহুলের বাদ পড়া অনেকটাই নিশ্চিত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com