হাসপাতালে শচীন টেন্ডুলকার

প্রকাশ: ০২ এপ্রিল ২১ । ১৪:২৯

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি খেলোয়াড় শচীন টেন্ডুলকার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন; হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে।

শুক্রবার নিজেই এক টুইট বার্তায় তিনি হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

শচীন টেন্ডুলকার জানিয়েছেন, চিকিৎসকের পরামর্শে অতিরিক্ত সতর্কতার অংশ হিসেবে মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তির সিদ্ধান্ত নেন তিনি।

আগামী কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে সুস্থ হয়ে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেছেন ব্যাটিং কিংবদন্তি।

এরআগে গত ২৭ মার্চ ৪৭ বছর বয়সী শচীনের করোনা সংক্রমণ হওয়ার বিষয়টি জানা যায়। ওইদিন টুইটারে তিনি জানান, করোনা পজিটিভ হয়েছেন তিনি। তার শরীরে মৃদু উপসর্গ আছে। নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন।  


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com