
লকডাউনেও চলবে বইমেলা
প্রকাশ: ০৪ এপ্রিল ২১ । ১৩:৪০ | আপডেট: ০৪ এপ্রিল ২১ । ১৩:৫৩
সমকাল প্রতিবেদক

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে অমর একুশে বইমেলার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেলা চলবে।
রোববার দুপুরে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি ও সরকার কর্তৃক লকডাউন নির্দেশনার পরিপ্রেক্ষিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বইমেলা হবে।
একইভাবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা ও জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বছরের ১৮ মার্চ থেকে বইমেলা শুরু হয়ে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত চলার কথা রয়েছে। করোনা সংক্রমণ এড়াতে এ পর্যন্ত দু'দফায় মেলার সময়সূচিতে পরিবর্তন আনা হলো।প্রথমে বিকেল ৩টায় মেলা শুরু হয়ে রাত ৯টার পরিবর্তে সন্ধ্যা সাড়ে ৬টায় শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছিল। এবার লকডাউনের পরিস্থিতিতে নতুন সময়সীমা ঘোষণা করা হলো।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com