লকডাউনে টেলিযোগাযোগের গাড়ি চলাচলে সহযোগিতার অনুরোধ

প্রকাশ: ০৪ এপ্রিল ২১ । ২০:২৭

কূটনৈতিক প্রতিবেদক

লকডাউনে জরুরি হিসেবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবা সচল রাখার স্বার্থে এ সংক্রান্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাড়ি দৈনিক ও নিয়মিত ভিত্তিতে চলাচলে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। রোববার জারি করা এক প্রজ্ঞাপনে এ অনুরোধ জানানো হয়।

এতে বলা হয়, সরকারঘোষিত লকডাউনে জরুরি হিসেবে টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও সেবা সচল রাখার স্বার্থে এ সংক্রান্ত প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাড়ি দৈনিক ও নিয়মিত ভিত্তিতে চলাচল ও কর্মসম্পাদনের প্রয়োজনীয়তা রয়েছে। এ অবস্থায় সব টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি ও প্রতিষ্ঠানের গাড়ি প্রয়োজন মতো চলাচলে সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হলো।

প্রজ্ঞাপনে সব টেলিযোগাযোগ সেবা প্রদানকারীদের নিজ নিজ স্থাপনা বা অফিস লাইসেন্স বা পারমিট অথবা রেজিস্ট্রেশনের কপি এবং কর্মরত ব্যক্তিদের নিজের প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র বহনেরও নির্দেশনা দেওয়া হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com