৩০ হাজার টাকার মাস্ক পরেন কারিনা!

প্রকাশ: ০৭ এপ্রিল ২১ । ১৬:২৩ | আপডেট: ০৭ এপ্রিল ২১ । ১৭:০০

বিনোদন ডেস্ক

বলিউড তারকা কারিনা কাপুর যে মাস্কটি পরেছেন তার দাম কত জানেন? শুনলে চমকে উঠতেই হয়! এর দাম ৩৫৫ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ হাজার টাকা।

সম্প্রতি ইনস্টাগ্রামে কারিনা মাস্ক পরা এই ছবি শেয়ার করেন কারিন। ক্যাপশনে লিখেছেন, ‘প্রচারের জন্য নয়, মাস্ক পরুন।’

ছবিতে কালো টি-শার্ট পরা কারিনাকে যে মাস্কটি পরা অবস্থায় দেখা যায় সেটি লুই ভুইতোঁ ব্রান্ডের। লুই ভুইতোঁ হলো ফরাসি পোশাকশৈলী ও বিলাসপণ্য বিক্রেতা একটি প্রতিষ্ঠান।

বলিউড বাবল জানায়, প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গিয়ে জানা গেছে কারিনা যে মাস্কটির পরেছেন তার দাম প্রায় ৩৫৫ ডলার। ধুয়েও ব্যবহার করা যায় এটি। শুধু কারিনা নন, বলিউড তারকা রণবীর কাপুর ও দীপিকা পাড়ুকোন পরেন এই ব্রান্ডের মাস্ক। 

ভারতে করোনাভাইরাস সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। এই পরিস্থিতিতে বলিউড তারকারা নিজ নিজ অবস্থান থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। কারিনা কাপুরও তার ভক্তদের সতর্ক করছেন।  

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com