ভোলাগামী ফেরিতে আগুন

প্রকাশ: ০৮ এপ্রিল ২১ । ০৯:৪৫ | আপডেট: ০৮ এপ্রিল ২১ । ১০:১১

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে ভোলার উদ্দেশে ছেড়ে যাওয়া ‘কলমীলতা’ ফেরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আগুন লাগে। 

ভোলা থেকে কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস একটি টিম এসে কলমীনতা ফেরিতে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। তবে এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রনে আসেনি। 

আগুনে একটি মোটরসাইকেল, দুটি পিকআপ ভ্যান ও ৬টি ট্রাক পুড়ে গেছে। 

ফেরিতে থাকা অর্ধশত যাত্রী ও গাড়ি চালকরা নদীতে ঝাঁপিয়ে ও জেলেদের নৌকায় করে নদীর তীরে উঠেন।

ফেরি মাস্টার জামসেদ বলেন, আগুন লেগে ৬টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com