
হানিফ সংকেতের 'সংগত প্রসঙ্গত অসংগত'
প্রকাশ: ০৮ এপ্রিল ২১ । ১২:৩৯
বিনোদন প্রতিবেদক

প্রতিবারের মতো এবারও বইমেলায় গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের বই প্রকাশ হয়েছে। এবারের বইটির নাম 'সংগত প্রসঙ্গত অসংগত'। এটি প্রকাশ করেছে প্রিয় বাংলা প্রকাশন আর প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।
বইটি নিয়ে হানিফ সংকেত বলেন, আমাদের সমাজজীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটে থাকে। যার কিছু সংগত, কিছু প্রসঙ্গত, কিছু অসংগত। যা মানুষকে হাসায়-কাঁদায়-ভাবায়, কখনও মানুষের দুশ্চিন্তা বাড়ায়, ক্ষোভ জন্মায়। এ থেকে সংগতভাবে মুক্তি চায় মানুষ। তাই সময় থাকতেই এসব বিষয়ে সংগত কারণে দৃষ্টি দেওয়া সংগত। আর আমাদের বহমান জীবনে সময়ের সঙ্গে সঙ্গে নানা প্রসঙ্গ আবির্ভূত হয়। তার মধ্যে গুরুত্বের বিচারে সমসাময়িক প্রসঙ্গকে প্রসঙ্গতই গুরুত্ব দেওয়া প্রয়োজন। কিন্তু নানা জটিলতা, কুটিলতার কারণে গতির অভাবে অসংগতির প্রভাবে আমরা সময়ের কাজ সময়ে করি না। মৌসুমি ফলের মতো কিছু মৌসুমি চরিত্র বিভিন্ন মৌসুমে মৌসুমি কর্মকাণ্ড নিয়ে হাজির হয় মানুষের কাছে। ধরা পড়া আর না পড়াতে দুর্নীতির গতি ও নীতির দুর্গতি অতিশয় ক্ষতির প্রভাব ফেলে সমাজের সর্বত্র। বাড়তে থাকে অসংগতি।
মেলা ছাড়াও রকমারিতে পাওয়া যাবে হানিফ সংকেতের নতুন এই বই।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com