
হাত-পায়ে অনুভূতি হারাচ্ছেন নাভালনি
প্রকাশ: ০৮ এপ্রিল ২১ । ১৩:৩৭ | আপডেট: ০৮ এপ্রিল ২১ । ১৩:৪৭
অনলাইন ডেস্ক

অ্যালেক্সেই নাভালনি
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক ও বিরোধীদলীয় নেতা অ্যালেক্সেই নাভালনির শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। ধীরে ধীরে তার হাত ও পায়ের অনুভূতি কমে যাচ্ছে।
বুধবার তার আইনজীবী এ দাবি করেন। খবর বিবিসির
নাভালনি বেশ কিছুদিন ধরেই জ্বর, শ্বাসকষ্টসহ নানা জটিলতায় ভুগছেন। চলতি সপ্তাহের শুরুতে কারাগারের সিক বেডে স্থানান্তর করা হয় তাকে। তবে যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ তার। সঠিক চিকিৎসার দাবিতে গত সপ্তাহে অনশন শুরু করেন তিনি।
বুধবার নাভালনির সঙ্গে সাক্ষাৎ করেন তার আইনজীবী ভাদিম কোবজেভ। এরপর টুইটারে তিনি জানান, নাভালনি কারোর সহযোগিতা ছাড়াই হাঁটতে পারছেন। তবে হাঁটতে পারলেও তীব্র ব্যথা অনুভব করছেন তিনি। মাঝেমাঝেই অবশ হয়ে যাচ্ছে তার পা। এখনই সঠিক চিকিৎসা না পেলে তিনি হাত, পা ও কব্জি স্থায়ীভাবে অনুভূতি হারিয়ে ফেলতে পারে।
নাভালনির শারীরিক অবস্থা ও চিকিৎসা নিয়ে উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com