
কৃষকের কলাবাগান কেটে সাবার
প্রকাশ: ০৮ এপ্রিল ২১ । ২০:০৬
খোকসা (কুষ্টিয়া) প্রতিনিধি

এভাবেই বাগানের সব গলাকাছ কেটে রেখে গেছে দুর্বৃত্তরা -সমকাল
কুষ্টিয়ার খোকসায় পূর্ব শত্রুতার জের ধরে রাতের আঁধারে দুর্বৃত্তরা এক কৃষকের প্রায় ১২ কাঠা জমিতে থাকা কলাবাগানের সব গাছ কেটে দিয়েছে।
বুধবার রাতে উপজেলা সদরের খোকসা ইউনিয়নের মোড়াগাছা বিপুল নামের ওই কৃষকের বাগানের শতাধিক কলাগাছ কেটে রেখে যায় তারা।
কৃষকের দাবি, দুর্বৃত্তরা তার প্রায় ৩০ হাজার টাকা মূল্যের ফসলের ক্ষতি করেছেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।
বিপুল অভিযোগ করে বলেন, সম্প্রতি প্রাকৃতিক চাক থেকে মধু সংগ্রহ করাকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী লাল্টুর সঙ্গে আমার ভাতিজার হাতাহাতি হয়। এর জের ধরে লাল্টুর লোকেরা রাতের আঁধারে আমার ফসলের ক্ষতি করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com