
করোনা জয় করে বাড়ি ফিরলেন শচীন
প্রকাশ: ০৮ এপ্রিল ২১ । ২১:৫০ | আপডেট: ০৮ এপ্রিল ২১ । ২২:৩৫
অনলাইন ডেস্ক

ফাইল ছবি
করোনা জয় করে বাড়ি ফিরলেন ভারতের ক্রিকেট লিজেন্ট শচীন টেন্ডুলকার। বৃহস্পতিবার সন্ধ্যায় এক টুইটে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। শচীন জানান, করোনামুক্ত হলেও বাড়িতে কিছুদিন আইসোলেশনে থাকবেন তিনি।
গত ২৭ মার্চ কোভিড-১৯ আক্রান্ত হওয়ার কথা জানান ভারতের জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার। এরপর ২ এপ্রিল হাসপাতালে ভর্তি হন তিনি। সতর্কতার অংশ হিসেবেই হাসপাতালে ভর্তি হয়েছেন বলে তখন জানান শচীন।
এর আগে ভারতের রোড সেফটি টুর্নামেন্টে অংশ নেন তিনি। তার নেতৃত্বেই সাবেক ক্রিকেটারদের এই টুর্নামেন্টে শিরোপা জেতে ভারত। টাইমস অব ইন্ডিয়া বলছে, এরপরই শচীনের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়।
শচীন ছাড়াও ওই টুর্নামেন্টে খেলেন ইউসুফ পাঠান, এস বদ্রিনাথ ও ইরফান পাঠান। তারাও করোনায় আক্রান্ত হয়েছেন বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর।
ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার নিয়ে আয়োজিত ওই টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জেতে ভারত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com