চট্টগ্রামে দেওয়াল চাপায় পথচারী নিহত

প্রকাশ: ১২ এপ্রিল ২১ । ১৯:৫৭

চট্টগ্রাম ব্যুরো

প্রতীকী ছবি

চট্টগ্রামে দেওয়াল চাপা পড়ে নুরুল ইসলাম নামে এক পথচারী নিহত হয়েছেন। সোমবার সকালে নগরীর চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত নুরুল ইসলাম নগরীর মতিঝর্ণা এলাকার আবুল মিয়ার ছেলে। তিনি রংমিস্ত্রির কাজ করতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নগরীর চৌমুহনী এলাকায় রাস্তা প্রশস্ত করতে পাশে একটি সীমানা প্রাচীর ভাঙার কাজ চলছিল। কিন্তু কোনো সুরক্ষা না থাকায় ভাঙার সময় রাস্তা দিয়ে নুরুল ইসলাম যাওয়ার সময় হঠাৎ করে দেওয়াল ধসে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com