যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ করার সময় এসেছে: বাইডেন

প্রকাশ: ১৫ এপ্রিল ২১ । ১০:৫৩ | আপডেট: ১৫ এপ্রিল ২১ । ১১:২৬

অনলাইন ডেস্ক

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দীর্ঘতম আফগান যুদ্ধ শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

বুধবার হোয়াইট হাউসের একটি কক্ষ থেকে দেওয়া ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

জো বাইডেন বলেন, আমেরিকার দীর্ঘতম যুদ্ধের সমাপ্তি টানার সময় এসেছে। সময় এসেছে সেনাদের ঘরে ফিরিয়ে আনার।

বাইডেন যে কক্ষ থেকে আফগানের সঙ্গে যুদ্ধ শেষ করার ঘোষণা দিলেন সেখান থেকেই ২০০১ সালে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার কথা প্রথম ঘোষণা করা হয়েছিল।

মার্কিন প্রেসিডেন্ট জানান, সব সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানকে সমর্থন দিয়ে যাবে আমেরিকা। তবে জঙ্গিদের সঙ্গে কোনও আপস নেই।

প্রেসিডেন্ট বাইডেন বলেন, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমাদের ওপর হামলা হয়েছিল। হামলার জবাব দিতে আমরা যুদ্ধে গিয়ে ছিলাম।

তিনি বলেন, হামলার নেপথ্য নায়ক ওসামা বিন লাদেনকে হত্যা করা হয়েছে। তালেবান সরকারকে উৎখাত করা হয়েছে। আফগানিস্তানে তালেবান শক্তিকে দুর্বল করা হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আফগান যুদ্ধ কখনোই প্রজন্মের পর প্রজন্ম চালিয়ে যাওয়ার জন্য শুরু করা হয়নি। আমেরিকা যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে যুদ্ধে গিয়েছিল, তা অর্জিত হয়েছ।








© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com