ছেলের নাম জানালেন সাকিব

প্রকাশ: ১৫ এপ্রিল ২১ । ১৭:৪৯ | আপডেট: ১৫ এপ্রিল ২১ । ১৭:৫৫

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

অবশেষে ছেলের নাম জানালেন সাকিব আল হাসান। জন্মের ঠিক এক মাস পর  শিশুপুত্রের নাম গণমাধ্যমকে জানালেন তিনি। বৃহস্পতিবার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিশ্বসেরা অলরাউন্ডার নিজের স্ত্রী ও তিন সন্তানের নামে করা কলকাতা নাইট রাইডার্সের জার্সির ছবি পোস্ট করেন।

ক্যাপশনে সাকিব জানান, এক মাস বয়সী পুত্রের নাম আইজাহ আল হাসান। যার আগমনের মাধ্যমে পূর্ণতা পেয়েছে পরিবার। দুই কন্যা সন্তানের পর সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির গত মাসে পুত্র সন্তানের জন্ম দেন।

প্রথম দুই মেয়ে সন্তানের পর পুত্র সন্তানের বাবা হন সাকিব। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।

এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।

পুরো পরিবারের জন্যই জার্সি বানিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের দল কলকাতা। জার্সির পেছনে টাইগার অলরাউন্ডারের পরিবারের সদস্যদের সংক্ষিপ্ত নাম লেখা হয়েছে যথাক্রমে- উম্মে, আইজাহ, আলাইনা ও এরাম। সাকিব ভারতে আইপিএল খেললেও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে রয়েছেন।

এবারের আইপিএলের শুরু থেকেই কলকাতার গুরুত্বপূর্ণ ক্রিকেটার হিসেবে একাদশে আছেন সাকিব। দুই ম্যাচে বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে সুবিধা করতে পারেননি। কলকাতা দুই ম্যাচের একটিতে জিতেছে, অন্যটিতে হেরেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com