গ্রেপ্তারের পর রিমান্ডে হেফাজতের সহকারী মহাসচিব

প্রকাশ: ১৫ এপ্রিল ২১ । ১৮:২৭

সমকাল প্রতিবেদক

মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

হেফাজতে ইসলাম কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দিকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। 

বুধবার রাত ১১টায় রাজধানীর গ্রীন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার মাওলানা আফেন্দির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মাওলানা আফেন্দি জমিয়তে উলামায়ে বাংলাদেশের ভারপ্রাপ্ত মহাসচিব, হেফাজতের ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সহকারী মহাসচিব। তাকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়।

গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার মো. আসাদুজ্জামান জানান, মাওলানা আফেন্দিকে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের তাণ্ডবের ঘটনায় পুলিশের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com