
টঙ্গীতে লকডাউনে শাখা সড়কের মুখের গেটে তালা
প্রকাশ: ১৫ এপ্রিল ২১ । ১৯:১০
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীতে লকডাউনে শাখা সড়কের মুখে গেটে তালা দিয়েছে এলাকার শান্তি শৃংখলা কমিটি। ঘটনাটি ঘটে দত্তপাড়া কফিল উদ্দিন সরকার রোডে। সড়কের গেটে তালা লাগানোর ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্যও বের হতে পারছেন না এলাকাবাসী।
এলাকাবাসী জানায়, লকডাউনের প্রথমদিন থেকে কফিলউদ্দিন রোডে তালা মারা হয়েছে। জরুরি কাজেও বের হওয়া যাচ্ছে না। তালা দেওয়ার ব্যপারে জানতে চাইলে কেউ কিছু বলছেও না।
কফিল উদ্দিন সরকার রোডের শান্তি শৃংখলার কমিটির কথিত সভাপতি মো. কাজল মিয়া জানান, গেটে তালা দেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না।
টঙ্গী পুর্ব থানার ওসি মো. জাবেদ মাসুদ বলেন, পুলিশের পক্ষ থেকে গেটে তালা দেওয়ার কথা বলা হয়নি। যদি কেউ এমনটা করে থাকে তাহলে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com