করোনায় আক্রান্ত আকরাম খান হাসপাতালে

প্রকাশ: ১৫ এপ্রিল ২১ । ২০:১৫ | আপডেট: ১৫ এপ্রিল ২১ । ২০:২৩

সমকাল প্রতিবেদক

আকরাম খান

করোনাভাইরাসে আক্রান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি হতে হয় তাকে।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। চিকিৎসকরা জানিয়েছেন, তার ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে।

এর আগে গত ৯ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পিজিটিভ আসে আকরাম খানের। এরপর তিনি নিজ বাসাতেই আইসোলেশনে ছিলেন।

১০ এপ্রিল আকরাম খান সাংবাদিকদের জানিয়েছিলেন, কয়েকদিন ধরে ঠাণ্ডা ও একটু গলাব্যথা ছিল। পরীক্ষা করিয়ে ৯ এপ্রিল জানতে পারেন, তার করোনা পজিটিভ। সে সময় ঠাণ্ডা ছাড়া তেমন কোনো শারীরিক সমস্যা ছিল না বলে জানিয়েছিলেন তিনি।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com