
বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
প্রকাশ: ২১ এপ্রিল ২১ । ১১:৪৬
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রামে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শাহিন হোসেন (৩৬) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চেয়ারম্যার মোড় এলাকায় এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শাহিন হোসেন জেলার সদর উপজেলার উত্তর পটুয়াপাড়া এলাকার খলিলুর রহমানের ছেলে।
বনাপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খন্দকার শফিকুল ইসলাম বলেন, চেয়ারম্যার মোড় এলাকয় নাটোর থেকে ছেড়ে আসা ভুট্টা বোঝাই ট্রাকের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী গামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রাকের চালক শাহিন নিহত হয় এবং অপর ট্রাকের চালকসহ তিনজন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি আরও বলেন, ট্রাক দুটি জব্দ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com