
কোম্পানীগঞ্জের পরিবেশ স্থিতিশীল রাখতে ১১ প্রস্তাব কাদের মির্জার
প্রকাশ: ২১ এপ্রিল ২১ । ১৩:৫০ | আপডেট: ২১ এপ্রিল ২১ । ১৮:৪১
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

ফাইল ছবি
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জে রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন।
মির্জা কাদের বলেন, বৈশ্বিক করোনার প্রার্দুভাবে সরকার লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে। এ লকডাউনে কোম্পানীগঞ্জের হতদরিদ্র ও অসহায় মানুষ খাদ্যাভাবে দিনযাপন করছে ।
তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসে অনেকের আয় রোজগার নেই বললেই চলে। এ অবস্থায় আমি সিদ্ধান্ত নিয়েছি সকলকে সহযোগিতা করব, যারা না খেয়ে আছেন তাদের এলাকায় স্থানীয় গন্যমান্য ব্যক্তি থেকে একটি স্লিপ নিয়ে আসবেন। আমি তাদের ত্রাণের ব্যবস্থা করব, তাদের আসা যাওয়ার ভাড়ার ব্যবস্থা করব। কোম্পানীগঞ্জের কোন করোনা রোগী চিকিৎসার অভাবে যাতে না মরে সে ব্যবস্থা করব।
এ সময় কাদের মির্জা করোনা দুর্গতদের সাহায্যার্থে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশের প্রত্যেক উপজেলার বিত্তবান ব্যক্তিদেরকে করোনা প্রাদুর্ভাবে যারা না খেয়ে আছেন তাদেরকে সহযোগিতা করার অনুরোধ জানাচ্ছি। পাশপাশি করোনা রোগীদের চিকিৎসার ব্যবস্থা করতেও তাদের সহযোগিতা কামনা করছি।
এ সময় তিনি সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে বলেন, কোম্পানীগঞ্জ উপজেলা আ’লীগ কাকে দিয়ে চালাবেন, তার সংসার কাকে দিয়ে গোছাবেন এটা তার ব্যাপার। আমি কারো খাইও না ও পরিও না, আল্লাহ আমাকে খাওয়ান । তিনিই আমাকে চালাবেন।
তিনি আরও বলেন, আমি অসাম্প্রদায়িক, সুখী সমৃদ্ধশালী বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাবো। পরিশেষে গত ৩ মাসের ঘটনায় কোম্পানীগঞ্জে যারা নেপথ্যে থেকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে তাদের নাম প্রকাশ করার দাবি জানাচ্ছি।
বুধবার ভোর পৌনে ৫ টায় কাদের মির্জার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক আইডি থেকে লাইভে এসে ১৮ মিনিট ৯ সেকেন্ড বক্তব্যে তিনি ১১ দফা প্রস্তাবনা তুলে ধরেন। সেগুলো হলো-
১. নোয়াখালীর যে সকল প্রশাসনিক কর্মকর্তা নিরপেক্ষতা হারিয়েছে, তাদের সরিয়ে অস্ত্রের রাজনীতি বন্ধ করতে হবে।
২. সাংবাদিক মুজাক্কির ও সিএনজিচালিত অটোরিকশাচালক আলাউদ্দিন হত্যার সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচার করতে হবে।
৩. আমার ছেলে তাশিক মির্জার ওপর হামলায় সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
৪. গত তিন মাসে করা সকল মামলার দ্রুত সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. নিরপেক্ষভাবে পুলিশের নির্যাতনের মামলার বিচার করতে হবে।
৬. কোম্পানীগঞ্জের আগামী ইউনিয়ন পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৭. কোম্পানীগঞ্জে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে হবে।
৮. কোম্পানীগঞ্জে রাজনৈতিক ও প্রশাসনিক অন্যায়, অনিয়ম ও দুর্নীতি বন্ধ করতে হবে।
৯. গত তিন মাসে অন্যায়ভাবে যাদের গ্রেপ্তার করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দিতে হবে।
১০. গত তিন মাসে যারা কোম্পানীগঞ্জে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
১১. যে সকল ঘটনায় মামলা হয়নি, যেমন দাগনভূঁইয়ায় আমার ওপর হামলা, গুলিবর্ষণ এবং চট্টগ্রামের হামলার ঘটনার দ্রুত বিচার করতে হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com