অর্ধশতক করলেন শান্ত

প্রকাশ: ২১ এপ্রিল ২১ । ১৪:১১

অনলাইন ডেস্ক

দীর্ঘ দিন ব্যাটে রান নেই নাজমুল হোসাইন শান্তর। এই ম্যাচ তার কাছে অনেক কিছু প্রমাণের। শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি করে সে প্রমাণই যেন দিলেন।

শূন্য রানে সাইফের বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হোসাইন শান্ত। তামিম যেমন আগ্রাসী ব্যাটিং করেন, তেমন ধরে খেলার চেষ্টা করেন শান্ত। 

তবে রান বের করতে কার্পণ্য করেননি তিনি। সুযোগ বুঝে রান করে গেছেন। ১২০ বলে ৫০ রান তার প্রমাণ। 

গত বছরের ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ফিফটির দেখা পেয়েছিলেন শান্ত। 

বাংলাদেশ ৩৫ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪২ রানে ব্যাট করছে। ওপেনার তামিম ইকবাল ৯৫ বলে ৮৪ রান করে খেলছেন। 

তামিম ম্যাচের প্রথম দুই ঘণ্টাতেই মেরেছেন দশটি চার। যার সুবাদে মাত্র ৫৩ বলে ক্যারিয়ারের ২৯তম অর্ধশতকও পেয়ে গেছেন তিনি।

এর আগে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তিন পেসার  নিয়ে নেমেছেন মুমিনুলরা। ২০১৭ সালের পর টেস্ট একাদশে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ।

সর্বশেষ দুই টেস্টে ওপেনিংয়ে তামিম ইকবালের সংগী ছিলেন যথাক্রমে সাদমান ইসলাম ও সৌম্য সরকার। ডান হাতি-বাঁহাতি সমন্বয়ের জন্য এ ম্যাচে দলে নেওয়া হয় সাইফ হাসানকে। এর আগে পাকিস্তানে টেস্ট খেলেছিলেন তিনি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com