
হাইকোর্টে আরও দুই বেঞ্চ গঠন
প্রকাশ: ২১ এপ্রিল ২১ । ২১:৫৬ | আপডেট: ১০ মে ২১ । ১৫:৫০
সমকাল প্রতিবেদক

করোনা সংক্রমণ রোধে চলমান সর্বাত্মক বিধিনিষেধের মধ্যে বিচার কাজ অব্যাহত রাখতে হাইকোর্ট বিভাগে আরও দুটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই নতুন দুটি বেঞ্চ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন দুটি বেঞ্চ হলো বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান এবং বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। এই দুটি বেঞ্চ সব ধরনের ফৌজদারি মোশন গ্রহণ ও জামিন শুনানি করবেন।
এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বেঞ্চের সংখ্যা বাড়াতে গতকাল প্রধান বিচারপতির কাছে লিখিত আবেদন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আবেদনটি করেন। হাইকোর্টে নতুন দুটি বেঞ্চসহ বর্তমানে ভার্চুয়াল বেঞ্চের সংখ্যা মোট ছয়টি। এর আগে ৫ এপ্রিল করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে দেশব্যাপী লকডাউন শুরু হলে হাইকোর্টে চারটি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
এদিকে বুধবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের সব অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ছয় কার্যদিবসে (২০ এপ্রিল পর্যন্ত) ২০ হাজার ৯৫৩টি মামলায় ১২ হাজার ২৫৮ জন হাজতি জামিনে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে ২০ এপ্রিল ২ হাজার ৯৭৩টি মামলায় জামিন পেয়েছেন এক হাজার ৫৭৬ জন আসামি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com