আবহমান বাংলা

প্রকাশ: ১৪ এপ্রিল ২১ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

--

এহে।

সকল বএসে মোর এগার বরিষে।

বারহ বরিষের দান চাহ মোরে কিসে

এতেকেঁ বুঝিল তোর কাজের ভাষ।

লোক সুণিলে তোকে হৈব উপহাস ১

পন্থ ছাড়ি দেহ কাহ্নাঞিঁ বিরোধ না কর।

তোর পুণ্যেঁ জাওঁ বিকে মথুরা নগরধ্রু

নাগরশেখর তোহ্মে নামে বনমালী।

তোর যোগ নহোঁ মোএঁ আতিশয় বালী

আধিক পীডএ যবে ভূখিল ভষলে।

তভোঁ নাহিঁ পাএ মধু কমলমুকুলে২

বড়ার বহুআরী আহ্মে বড়ার ঝী।

মোর রুপ যৌবনে তোহ্মাতে কী

দেখিল পাকিল বেল গাছের উপরে।

আরতিল কাক তাক ভখিতেঁ না পারে৩

রতিকথা সখিমুখে না শুণীলোঁ কানে।

বারেক রাখহ কাহ্নাঞিঁ আহ্মার সমানে

চরণে ধরোঁ তোর দেব নারায়ণ।

গাইল বড়ূ চণ্ডীদাস বাসলীগণ ৪



[ রামগিরীরাগঃ আঠতালা ]





আরে ভৈরবপতনে গাঅ গড়াহলি গিআ।

গঙ্গাজলে পৈস গলে কলসি বান্ধিআ

হেন যদি কর কাহ্নাঞিঁ আহ্মার বচনে।

তবেঁ তোর হএ পাপ সাগরে মোচনে১

বিচারিআ চাহ কাহ্নাঞিঁ আগম পুরাণে।

কত পাপ হএ কৈলেঁ পরদার মনেধ্রু

তোর দুই উরু রাধা ভৈরবপতনে।

নিকটে থাকিতে দূর জাইবোঁ কি কারণে

তোর দুই কুচকুম্ভ বান্ধি নিজ গলে।

বোল রাধা পৈসোঁ মো লাবণ্যগঙ্গাজলে২

সুন সুবদনী রাধা আইহনের রাণী।

পাপের খ নবুধী আহ্মে ভালে১ জাণীধ্রু

কিছ না বুঝসি কাহ্নাঞিঁ ধরম বেবথা।

আন বুলিতেঁ আন পাতসি কথা

বুঝিল কাহ্নাঞিঁ বুঝিল তোহ্মার মন।

তোহ্মা হেন পৃথিবীত নাহিঁক টেটন৩

বিরোধ না কর কাহ্নাঞিঁ জাইতেঁ দেহ ঘর।

বিহাণ আইলাহোঁ ভৈল তিঅজ পহরধ্রু

আহ্মার বচন রাধা সুন পরমান।

বিণি রতি পাইলেঁ তোক না এড়িবে কাহ্ন

এআ জানী বৈশ রাধা আহ্মার পাশে।

বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাসে৪

আহ্মার পাশক বাধা আইস সত্বরে।

নহে ত বান্ধি থুইবো দানের আস্তরে ধ্রু



[ মল্লাররাগঃরূপকংলগনী ]





আন ডাক দিআঁ বড়ায়ি নাপিতের পো।

কানড়ী খোঁপা বড়ায়ি মু ায়িবোঁ মো

কানড়ি খোঁপা১ বড়ায়ি মোর দুঈ তন।

যা দেখিআঁ কাহ্নাঞিঁ করন্তি যতন১

কি কৈলি কি কৈলি বিধি নিরমিআঁ নারী।

আপনার মাঁসে হরিণী জগতের বৈরীধ্রু

আলকে তিলক বড়ায়ি কাজল নয়নে।

এহা দেখি বেআকুল নান্দের নন্দনে

আর না পিন্ধিবোঁ বড়ায়ি সুরঙ্গ পাটোল।

এহা দেখি মাঁগে কাহ্নাঞিঁ বিরহের কোল২

মুছিআঁ পেলাইবোঁ বড়ায়ি সিশের সিন্দুর।

বাহুর বলয়া মো করিবোঁ শঙ্খচূব

যা দেখিআঁ মাঙ্গে কাহ্নাঞিঁ নিবিড় শৃঙ্গার৩

হেন মন করে বড়ায়ি দহে পৈসী মরী।

পরার পুরুষ সমেঁ ধামালী না করী

ধামালী বুলিতেঁ কাহ্নে না দিহলি আস।

বাসলী শিরে বন্দী গাইল চণ্ডীদাস৪



[ ভাঠিআলীরাগঃরূপকং]

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com